Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী স্বাস্থ্য সেবা হট-লাইন ১৬২৬৩, জরুরী সেবা ৯৯৯ , সরকারী তথ্য ও সেবা ৩৩৩ , দুর্নীতি দমন কমিশন হেল্পলাইন ১০৬ , দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা ১০৯০


Title
3rd Internaional Snakebite Awareness Day 19 September-2020 Celebrated
Details
গত ১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখে সকাল ১১ ঘটিকায় এনসিডিসি প্রোগ্রামের উদ্যোগে ৩য় আন্তর্জাতিক সর্প সংশন সচেতনতা দিবস উপলক্ষ্যে অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
উদ্বোধন করেন সভার প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক এম.পি মহোদয় এবং
সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডাঃ এ বি এম খুরশীদ আলম মহোদয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল,
চিকিৎসা আছে সর্প দংশনে; সরকারী হাসপাতালে, সবখানে।
সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয় এবং সর্প দংশন নিরসনে ব্যাপক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
সর্প দংশন একটি অপ্রত্যাশিত দূর্ঘটনা ও জরুরি স্বাস্থ্য সমস্যা। ইহা নিরসনে প্রয়োজন সচেতনতা এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা চর্চা।
 
Images
Attachments
Publish Date
20/09/2020
Archieve Date
18/09/2021