Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী স্বাস্থ্য সেবা হট-লাইন ১৬২৬৩, জরুরী সেবা ৯৯৯ , সরকারী তথ্য ও সেবা ৩৩৩ , দুর্নীতি দমন কমিশন হেল্পলাইন ১০৬ , দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা ১০৯০


সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

দপ্তরের নামঃ পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, সিলেট বিভাগ, সিলেট।

ক্রমিক নং

সেবা প্রদানের বিষয় সমূহ

কার্যক্রম সম্পন্নের সময়সীমা

মন্তব্য

বিভাগের মধ্যে চিকিৎসক পদায়ান।

৭ থেকে ১৫ দিনের মধ্যে

 

বিভাগাধীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, জুনিয়র কনসালটেন্ট ও সিনিয়র কনসালটেন্টগনের ছুটি, প্রশিক্ষণ, পি আর এল, পেনশন, জি পি এফ এর আবেদন অধিদপ্তরে প্রেরণ। 

আবেদন পাওায়র এক সপ্তাহের মধ্যে।

 

বিভাগের সকল মেডিকেল অফিসার এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণের ছুটি প্রদান।

আবেদন পাওায়র এক সপ্তাহের মধ্যে।

 

বিভাগের সকল কর্মচারীগণের পি আর এল, পেনশন, লাম্পগ্রান্ত ও জি পি এফ মঞ্জুর।

আবেদন পাওায়র পনের সপ্তাহের মধ্যে।

 

বিভাগীয় সকল কর্মকর্তাদের এ সি আর প্রেরণ।

প্রতি বছর মার্চ মাসের মধ্যে।

 

বিভাগের মধ্যে মেডিকেল অফিসার ও কর্মচারীগণের আবেদনের প্রেক্ষিতে ও প্রশাসনিক কারনে বদলী।

প্রয়োজন অনুযায়ী।

 

বেসরকারি হাসপাতাল ও ডায়গনোসটীক সেন্টার তদারকি ও লাইসেন্স নবায়ন।

প্রতি অর্থ বছর ও প্রয়োজন অনুযায়ী।

 

দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা।

তৎসময়ে/পরিস্তিতি অনুজায়ি/জরুরি ভিত্তিতে।

 

স্বাস্থ্য সেবার বিভিন্ন জাতীয় দিবস পালন/অবহতি করন।

নির্ধারিত সময়ে।

 

১০

স্বাস্থ্য তথ প্রদান/সরবরাহ।

অফিস প্রধানের নিকট পূর্ণ নাম ঠিকানাসহ সুস্পস্থ কারন উল্লেখ করে লিখিত আবেদন করার পর সরবছ ৫ দিনের মধ্যে।