গত ১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখে সকাল ১১ ঘটিকায় এনসিডিসি প্রোগ্রামের উদ্যোগে ৩য় আন্তর্জাতিক সর্প সংশন সচেতনতা দিবস উপলক্ষ্যে অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
উদ্বোধন করেন সভার প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক এম.পি মহোদয় এবং
সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডাঃ এ বি এম খুরশীদ আলম মহোদয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল,
চিকিৎসা আছে সর্প দংশনে; সরকারী হাসপাতালে, সবখানে।
সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয় এবং সর্প দংশন নিরসনে ব্যাপক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
সর্প দংশন একটি অপ্রত্যাশিত দূর্ঘটনা ও জরুরি স্বাস্থ্য সমস্যা। ইহা নিরসনে প্রয়োজন সচেতনতা এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা চর্চা।